ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

জায়ান চৌধুরীর কুলখানি আজ

প্রকাশিত : ১২:৩৯, ২৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতি জায়ান চৌধুরীর কুলখানি আজ শনিবার। বাদ আসর রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে কুলখানি অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে কুলখানিতে উপস্থিত থাকার জন্য শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সপরিবারে শ্রীলংকা বেড়াতে গিয়ে বোমা হামলায় নিহত হয় সাড়ে আট বছর বয়সী জায়ান চৌধুরী। এ ঘটনায় তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাবা-ছেলে সেখানকার সাংগ্রিলা হোটেলের নিচতলার রেস্তোরাঁয় নাশতা করতে গিয়ে হামলার শিকার হন। সে সময় হোটেল কক্ষে থাকায় বেঁচে গেছেন জায়ানের মা শেখ আমেনা সুলতানা সোনিয়া ও ছোট ভাই দেড় বছর বয়সী জোহান চৌধুরী। জায়ান রাজধানীর উত্তরার সানবীম ইন্টারন্যাশনাল স্কুলের কেজি-২ শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত বুধবার জায়ানের মরদেহ দেশে ফিরিয়ে আনার পর জানাজা শেষে বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি